চুয়াডাঙ্গায় ১৪ মামলার আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০১৯

ঐশ্বর্য সাহা: চুয়াডাঙ্গা থানার মোস্ট ওয়ান্টেড আসামি ইমরান হোসেনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে জীবননগর থানা পুলিশ।

আজ বুধবার সকাল ৭টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলি ইউনিয়নের মোল্লাবাড়ি গ্রামের ডিঙ্গেখালি মাঠের ইপিল ইপিল বাগানের মধ্যে থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত ইমরান হোসেন (৩০) আলমডাঙ্গার কলেজপাড়ার অবসর প্রাপ্ত মৃত পুলিশ কনেস্টবল আব্দুর রহমানের ছেলে।

পুলিশ জানান,উথলির মোল্লাবাড়ি গ্রামের কৃষকেরা সকালে ডিঙ্গেখালি মাঠের ইপিল ইপিল বাগানের মধ্যে লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

সকাল ৯টার দিকে লাশ চুয়াডাঙ্গা মর্গে প্রেরন করা হয়। পরে খবর পেয়ে মর্গ থেকে পরিবারের লোকজন ইমরানের লাশ মরদেহ নিশ্চিত হন।

এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) গনি মিয়া জানান,নিজেদের মধ্যে ঝামেলার কারনেই ইমরান হোসেন খুন হতে পারে। দূর্বৃত্তরা তার মাথা ও বুকে গুলি করেছে। খুনিদের শনাক্ত ও হত্যার কারন অনুসন্ধান করছে পুলিশ।

চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার আবু রাসেল জানান, নিহত ইমরান হোসেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের মোস্ট ওয়ান্টেড। তার বিরুদ্ধে অস্ত্র ব্যবসা,ধর্ষন,খুন,চুরি,ছিনতাইসহ ১৪টি মামলা রয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশি তল্লাশি অব্যাহত ছিল।

এফএফ

 

Comments