ডাকসুর মাধ্যমে যে নেতা হবে সে দেশের সর্বক্ষেত্রে নেতৃত্ব দেবে: তোফায়েল আহমেদ

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০১৯

ঢাবি প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, দীর্ঘ ২৮ বছর পর হলেও ডাকসু নির্বাচন হচ্ছে। নির্বাচনের পরিবেশও তৈরি হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরি হবে। আর যারা ভিপি হবে তারা পরবর্তীতে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় নেতা তৈরির কারখানা। আমি ডাকসুর ভিপি না হলে নেতা হতাম না। ডাকসুর মাধ্যমে যে নেতা হবে সে দেশের সর্বক্ষেত্রে নেতৃত্ব দেবে। এজন্য শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়  প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র সংসদ নির্বাচন হওয়া উচিত।

২৪ জানুয়ারি গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শুক্রবার বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগ কর্তৃক আয়োজিত গণঅভ্যুত্থানের ৫০ বছর স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শহীদ আসাদ সম্পর্কে তিনি বলেন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত আসাদ আমার হাতের ওপর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি ছিলেন গণ-আন্দোলনের পথিকৃৎ। আমি একজন শহীদের শেষ নিঃশ্বাস শুনেছি। আমি তখন চিৎকার বলেছি, আসাদ তুমি আর আসবে না। আমি তোমার রক্ত ছুঁয়ে শপথ করছি তোমার রক্ত আমরা বৃথা যেতে দেব না।

মৃতের জানাজা মোরা কিছুতেই করিব না পাঠ, কবরেরও ঘুম ভাঙে, জীবনের দাবি আজ এতই বিরাট স্লোগানকে সামনে রেখে ঢাবি ছাত্রলীগের আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাবি’র সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ সামাদ।

ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাবি ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু, গণঅভ্যুত্থানে শহীদ ও আগরতলা ষড়যন্ত্র মামলায় ৩৪ জন বন্দির স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে গণ অভ্যুত্থানের ইতিহাস তুলে ধরে অধ্যাপক মুহম্মদ সামাদ বলেন, বঙ্গবন্ধু যেভাবে রাজনীতি করেছেন আমরা যদি সেটা আমাদের ভেতর ধারণ করতে পারি তাহলে আমাদের দেশ আরও সামনে এগিয়ে যাবে। বঙ্গবন্ধুর জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি আমরা সকলে মিলে একটি পরিবার। আমরা যদি মিলেমিশে একতাবদ্ধ হতে পারি তাহলে এই বাংলাদেশ সোনার বাংলা হবে।

/আইকে

Comments