গোবিন্দগঞ্জে বিভিন্ন সড়কে চাঁদাবাজি বন্ধের দাবীতে মানববন্ধন

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, মার্চ ২, ২০১৯

রেজুয়ান খান রিকন, গোবিন্দগঞ্জ প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কসহ বিভিন্ন সড়কে যানবাহনে চাঁদাবাজি বন্ধের দাবীতে শনিবার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত ঘন্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

সুশিল সমাজের আয়োজনে স্থানীয় চতুরঙ্গ মোড়ে অনুষ্ঠিত উক্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সুশীল সমাজের আহবায়ক প্রধান আতাউর রহমান বাবলু, ওয়ার্কাস পার্টির সভাপতি এম এ মতিন মোল্লা, জেএসডি সভাপতি আইয়ুব হোসেন সরকার, বীর মুক্তিযোদ্ধা জীবু রায়, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহিদুর রহমান প্রধান টুকু, বাসদের আহবায়ক রফিকুল ইসলাম রফিক, স্বেচ্ছাসেবক লীগ নেতা জালাল উদ্দিন রুমি, যুবলীগ নেতা
নুরুন্নবী সরকার নান্নু সহ অন্যরা।

বক্তারা ঢাকা-রংপুর মহাসড়ক সহ গোবিন্দগঞ্জের বিভিন্ন আঞ্চলিক সড়কে মালিক-শ্রমিক নামধারী কতিপয় চিহ্নিত ব্যক্তিসহ কিছু সন্ত্রাসী যুবকের যানবাহনে বেপরোয়া চাঁদাবাজিতে যানবাহন চালকরা অতিষ্ঠ হয়ে উঠেছে। অবিলম্বে মহাসড়কে সকল পরিবহণে এই চাঁদাবাজি বন্ধে প্রশাসনের নিকট জোর দাবী জানান-অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসূচি দেয়ার ঘোষণা দেন তারা।

মানববন্ধনে উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বিআইজে/

Comments