সময়ের সাথে জনপ্রিয় হয়ে উঠেছে ছাদ বাগান

প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০১৯

ঐশ্বর্য সাহা, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: শহরের ব্যস্ততম মানুষের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে ছাদ বাগান।একদিকে যেমন গাছ কেটে বানানো হচ্ছে বহুতল ভবন- অন্যদিকে ভবনের ছাদে স্থান করে নিচ্ছে দৃষ্টি নন্দন ফুল, ফল, শাক-সবজি ও ভেসজ ঔষধি গাছ।

এসব বাগান থেকে যেমন স্বাস্থ্যকর সবজি ও ভেসজ ঔষধে রোগ নিরাময় কিছুটা সম্ভব হচ্ছে তেমনি শহুরে রুক্ষ জীবনে লাগছে সবুজের ছোয়া। প্রায় প্রতিদিনই ছাদ বাগানে আসছে নতুন নতুন বাগান। সৃষ্টি হচ্ছে নতুন নতুন বাগান।

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় গড়ে উঠেছে প্রায় ১০ থেকে ১৫ টি ছাদ বাগান। বাজারপাড়ার ছাদ বাগানি স্কুল শিক্ষক সানাউল হকের সাথে কথা বলে জানা যায়, তিনি গত পাঁচ বছর যাবৎ ছাদে বিভিন্ন শাক-সবজি ও ফুলের গাছ রোপন করে আসছেন। শীতকালীন ফুল তার ছাদের শোভাবর্ধন করে।

কলেজ ছাত্রী প্রিয়া জানান, তিনি গত চার বছর ছাদ বাগান করছেন। অবসর সময় কাটাতেই তার এই বাগান করা। তার বাগানে শোভা পাচ্ছে নানা ধরনের ফুল, সবজি ও ভেসজ ঔষধি গাছ।

তিনি আরো বলেন, আমার ছাদ বাগানের ফুল শুধু আমাদের ছাদের শোভাবর্ধন করছে তাই নয় আমাদের এলাকার অনেকরই পুজার ফুলের চাহিদাও পূরন করছে।তাছাড়া ও সর্দি-কাশির জন্য উপকারী তুলসীপাতা অনেকেই এইখান থেকে নিয়ে যায়।

নতুন বাগানি জীবননগর বন্ধু রক্তদান কেন্দ্রের সম্পাদক মিথুন মাহমুদ জানান, তিনি নতুন বাগান করছেন। গতবছর চুয়াডাঙ্গার সাবেক ডিসি স্যারের ছাদ বাগান থেকে অনুপ্রেণিত হয়ে তিনি ছাদ বাগান শুরু করে।

এদিকে, বাড়ির ছাদ অহেতুক ফেলে না রেখে তাকে সবুজ সমারোহে সাজানোকে পরিবেশবান্ধব কাজ বলে বিবেচনা করছে সুধী সমাজ।

/আরএ

Comments