জামালপুরে ৭ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, মে ১৫, ২০১৯

জামালপুর প্রতিনিধি : দ্বিতীয় দিনের মতো বিড়ির ওপর অতিরিক্ত শুল্ক আরোপ না করার ও ৭ দফা দাবিতে জামালপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ মে) সকালে শহরের ফিশারী মোড় খেজুরতলা এলাকায় ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন এমপি এর বাসভবনের সামনের সড়কে অনুষ্টিত ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন বিড়ি শ্রমিক নেতা কফিল উদ্দিন,আবু বককর,বিজয় কুমার,শরাফত আলী, নারী নেত্রী বানেছা বেগম ও মনিরা বেগম ।

মনববন্ধনের বিদেশী সিগারেট বাংলাদেশে বন্ধ করা, বিড়ির উপর আরোপিত সকল ট্যাক্স প্রত্যাহার করা, বিড়ি শিল্পকে কুটির শিল্প হিসেবে ঘোষণা করাসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশীয় এ শিল্পকে কুটির শিল্প ঘোষণা করা হলে এর সাথে জড়িত হাজার হাজার শ্রমিকের ভাগ্যের উন্নয়ন ঘটবে। বিড়ি সেবনের সাথে দেশের নিম্নআয়ের লোকেরা মিশে আছে তাই তাদের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে বাজেটে বিড়ির দাম না বাড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

এ সময় বক্তারা তাদের ৭ দফা দাবি মেনে নিতে সরকারকে আহবান জানান। দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনে যাবার হুমকী দেন শ্রমিক নেতৃবৃন্দ।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি খেজুরতলা থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে কলেজ রোড়ে এসে শেষ হয় ।

মানববন্ধনে বিড়ি ভোক্তা পক্ষের সদস্যসহ বিড়ি শ্রমিক ও বিভিন্ন শ্রেণির খেটে খাওয়া মানুষ অংশ নেন।

Comments