উপজেলা নির্বাচন প্রথম ধাপ

বাবুগঞ্জে মনোনয়ন দাখিলে বাধা, রাবার গুলি নিক্ষেপ আহত ২

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০১৯

বাবুগঞ্জ প্রতিনিধি: বাবুগঞ্জ উপজেলা নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলে বাধা প্রদানকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে নিতে এয়ারপোর্ট থানা পুলিশ দুই রাউন্ড রাবার গুলি ছুঁড়েছে। এতে মকবুল হোসেন ও রুবেল নামে দুইজন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শিরা জানায়, মনোনয়ন দাখিলের শেষ বিকেলে ওয়ার্কার্স পার্টির প্রার্থীরা মনোনয়ন দাখিল করতে গেলে জনরোষে পরেন। এ নিয়ে দুটি পক্ষের মধ্যে হাতাহাতিসহ উত্তপ্ত পরিস্থিতির সৃষ্ঠি হয়। তবে বাধা প্রদানকারীরা কোনো দল কিংবা প্রার্থীর সমর্থক তা নিশ্চিত করে কেউ বলতে পারেনি।

পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে এয়ারপোর্ট থানা পুলিশ দুই রাউন্ড রাবার গুলি ছুঁড়ে। ঘটনার সত্যতা স্বীকার করে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হাওলাদার এবং এয়ারপোর্ট থানার ওসি আব্দুর রহমান মুকুল বলেন, পরিস্থিতি গণসংঘর্ষে যাতে রুপ না নেয় সে জন্য রাবার গুলি ছোড়া হয়েছে।

আহতর ব্যপারে তারা জানেন না। তবে শেষ পর্যন্ত সকল প্রার্থীরাই মনোনয়ন পত্র দাখিল করতে পেরেছেন বলে জানা গেছে।

/আরএ

Comments