শীতার্তদের মাঝে ‘জাবি’ সায়েন্স ক্লাবের শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৮

আল আমীন, জাবি প্রতিনিধি:  ‘এসো শীতার্তের প্রয়োজনে, মিলি জীবনের আহ্বানে’ স্লোগানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব।

বুধবার (১২ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ক্যাম্পাসের রিকশাচালক, হলের কর্মচারী, পঙ্গু এবং ক্যাম্পাসের আশেপাশের প্রায় শতাধিক লোকের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণকালে সংগঠনটির উপদেষ্টা ও ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক ফখরুল ইসলাম, বিগত কমিটির সভাপতি সানিউল ইসলাম সাঈদ ও শাহরিয়ার কবির সোহাগ, বর্তমান কমিটির সভাপতি ওলিউল্লাহ সাদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংগঠনটির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ বলেন, ‘শীতে আমাদের দেশের অনেক অসহায় মানুষ শীতবস্ত্রের অভাবে অনেক কষ্টে দিন যাপন করে।

সামর্থবান মানুষেরা যদি এভাবে শীতার্তদের কষ্ট লাঘবে এগিয়ে আসে তাহলে গরীব দুঃখী মানুষের কষ্ট অনেকাংশে লাঘব হবে।

ক্যাম্পাসের রিকশাচালক কাশেম মিয়া শীতবস্ত্র পেয়ে আনন্দ প্রকাশ করে বলেন, এই কাপড়গুলো হামার শীত কাটাতে খুব সাহায্য করবে। যারা এই মহৎ কাজ করছে তাদের জন্য দোয়া রইলো।

/আরএ

Comments