রাজশাহীর সমাবেশ থেকে সরকার পতনের ডাক আসবে: মিনু

প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০১৮

একুশ ডেস্ক: রাজশাহীতে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ থেকে খালেদা জিয়ার মুক্তি ও সরকার পতনের গণআন্দোলনের আহ্বান আসবে। বললেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।

আজ বৃহস্পতিবার দুপুরে মহানগর বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

এসময় তিনি আরও বলেন, বর্তমান নির্বাচন কমিশন জোকারদের নির্বাচন কমিশন। অযোগ্য নির্বাচন কমিশন। এ ধরনের নির্বাচন কমিশনকে জনগণ মানে না। তাদের কোনও কথার দাম নেই।

এ নির্বাচন কমিশন যদি সিডিউল ঘোষণা করে তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তা বাতিল করে আবারও রি-শিডিউল ঘোষণা করা হবে বলেও মন্তব্য করেন মিনু।

রাজশাহীর সমাবেশকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের হয়রানি করার অভিযোগ তুলে মিনু বলেন, প্রশাসনের অতি উৎসাহী কর্মকর্তারা নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশির নামে হয়রানি ও গ্রেপ্তার করছে। সমাবেশের প্রচারেও বাধা দেয়ার অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।

এদিকে আগামী ২৩ ডিসেম্বরকে একাদশ জাতীয় সংসদ র্বিাচনের তারিখ নির্ধারণ করে নির্বাচনী তফসিল ঘোষণা করেছে সিইসি। আজ সন্ধ্যা ৭ টায় তিনি এই ঘোষণা জাতির সামনে প্রদান করেন।

বিআইজে/

 

Comments