মান ভাঙাতে বি. চৌধুরীর বাসায় ডা. জাফরুল্লাহ চৌধুরী

প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৮

একুশ ডেস্ক: সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বাসায় গেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

সোমবার রাত পৌনে ১০টার দিকে বারিধারার বাসভবনে যান তিনি। বি. চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

গত শনিবার বিএনপি, ঐক্য প্রক্রিয়া, নাগরিক ঐক্য ও জেএসডি নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের আত্মপ্রকাশ হয়। ওইদিন সন্ধ্যা ৬টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এর ঘোষণা দেন জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

কিন্তু এই সংবাদ সম্মেলনে একিউএম বদরুদ্দোজা চৌধুরীকে রাখা হয়নি। এ বিষয়ে তাকে কিছু জানানো হয়নি। এ নিয়ে তিনি ক্ষুব্ধ হন। ওইদিন বিকেলে ড. কামাল হোসেনের বাসায় গিয়েও তাকে পেয়ে ফিরে যান সাবেক এই রাষ্ট্রপতি।

পরে বারিধারায় নিজ বাসভবনে তিনি সংবাদ সম্মেলন করে বলেন, স্বাধীনতাবিরোধীদের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে ঐক্য প্রক্রিয়া চলছে তার সঙ্গে বিকল্পধারা থাকবে না।

তবে তিনি সংসদে ভারসাম্য এবং স্বেচ্ছাচারিতা বন্ধ করতে নিজ দলের জন্য ১৫০ দেওয়ার শর্তে জাতীয় জোটে থাকার আগ্রহ প্রকাশ করেন।

বিকল্পধারাকে কি বাদ দিয়েছে, নাকি তারা সরে এসেছে? এমন প্রশ্নের জবাবে সেদিন মাহী বি চৌধুরী বলেছিলেন, আমরা ঐক্য প্রক্রিয়া থেকে এখনো সরে আসিনি। ওনারা যদি বাদ দিয়ে থাকেন তবে তারা সেটা ঘোষণা দিক।

মাহী বলেন, স্বাধীনতাবিরোধীদের বাদ দিয়ে ভারসাম্যের রাজনীতিতে আমরা বিশ্বাসী। এমনটা জাতির চাওয়া, সেই স্বপ্ন আমরা দেখি।

/আরএ

Comments