বিন সালমানের হাত রক্তাক্ত; খাশোগি হত্যাকাণ্ড ধামাচাপা হতে দেয়া হবে না

প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৮

রুম্মান আজিজ, একুশ ডেস্ক: কোনোভাবেই খাশোগি হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা হতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

গতকাল স্থানীয় সময় বুধবার তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, এটি ছিলো একটি পরিকল্পিত রাজনৈতিক হত্যাকণ্ড।  যা ঘটিয়েছে সৌদি গোয়েন্দা কর্মকর্তারা।

এদিকে এরদোগানের উপেদেষ্টা নূর জিফিক বলেছেন, সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের হাত রয়েছে।

স্থানীয় সময় বুধবার তুর্কি পত্রিকা ইয়ানি বিরলিক-এ প্রকাশিত এক নিবন্ধে তিনি সুস্পষ্ট করেই লিখেছেন, মোহাম্মদ বিন সালমানের হাত খাশোগির রক্তে রঞ্জিত।

জিফিক লিলেছেন, খাশোগি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত অন্তত পাঁচ ব্যক্তি মোহাম্মাদ বিন সালমানে অত্যন্ত আস্থাভাজন ও ডান হাত হিসেবে পরিচিত। এসব ব্যক্তি যুবরাজের অজ্ঞাতসারে কখনোই কোন কাজ করে না।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, মি খাশোগির হত্যাকান্ড ধামাচাপা দেওয়ার চেষ্টা ছিলো ইতিহাসের সবচেয়ে জঘন্য চেষ্টা।

/আরএ

Comments