বিকল্পধারায় যোগ দিলেন ফটিকছড়ির সাবেক সাংসদ মজহারুল হক শাহ

প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০১৮

এম ওমর ফারুক আজাদ, ফটিকছড়ি, চট্রগ্রাম: এবার ডাঃ বদরুদ্দৌজা চৌধুরীর বিকল্প ধারায় যোগ দিলেন ফটিকছড়ির সাবেক সাংসদ মজহারুল হক শাহ্ চৌধুরী।

বৃহস্পতিবার (১নভেম্বর) ইন্জিনিয়ারিং ইনস্টিটিউটে ডাঃ বিএ চৌধুরীর হাতে ফুল দিয়ে তিনি বিকল্পধারায় যোগ দেন। জাতীয় পার্টির ( কাজী জাফর) নেতা এস এম অাতিকুর রেজার নেতৃত্বে তিনি বি চৌধুরীর দলে যোগ দেন।

শুক্রবার বদরুদ্দৌজা চৌধুরীর নেতৃত্বে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে চলমান সংলাপেও তিনি অংশ নিয়েছেন বলে জানা যায়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি মজহারুল হক শাহ এই নিয়ে পঞ্চম বারের মতো দল পাল্টালেন।

জাতীয় পার্টির (এরশাদ) সাবেক এই কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ১৯৮৮ এর ভোটারবিহীন নির্বাচনে ফটিকছড়ি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

শুরুতে তিনি জাসদের নেতৃত্বে ছিলেন। এরপর তিনি বিএনপিতে যোগ দেন। সেখান থেকে দল পাল্টিয়ে তৎকালীন স্বৈরশাসক এরশাদের দলে যোগ দেন তিনি। জাতীয় পার্টিতে যোগ দেয়ার পরের বছরই তিনি বিনা ভোটের নির্বাচনে ফটিকছড়ি থেকে সাংসদ নির্বাচিত হন।

২০১৩ সালে জাপা নেতা কাজী জাফর দল ভেঙ্গে নতুন জাতীয় পার্টি গঠন করলে সেখানে যোগ দেন মজহারুল হক শাহ।

অার বৃহস্পতিবার বিকল্পধারায় যোগ দেয়ার মধ্য দিয়ে পঞ্চম বারের মতো দল পাল্টালেন চবির এই সাবেক ভিপি।

সাবেক এই জাপা নেতা হঠাৎ কেন দল পাল্টালেন, তার কোন সঠিক কারণ জানা যায়নি। তবে একটি সূত্রে জানা যায়, অাগামী একাদশ সংসদ নির্বাচনে তিনি ফটিকছড়ি থেকে বিকল্পধারার প্রার্থী হচ্ছেন।

/আরএ

Comments