বালিয়াকান্দিতে দূর্গাপূজা উপলক্ষে থানা পুলিশের মতবিনিময়

প্রকাশিত: ১০:২৫ পূর্বাহ্ণ, অক্টোবর ১৪, ২০১৮

অনিক সিকদার,বালিয়াকান্দি, রাজবাড়ী, প্রতিনিধি: রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানা পুলিশের আয়োজনে আসন্ন শারদীয় দূর্গাপূজা পালন উপলক্ষে শনিবার (১৩ অক্টোবর) উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে উপজেলার সকল মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে আইশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বালিয়াকান্দি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আজমল হুদার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নায়েব আলী শেখ, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন খান, বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন আলী, বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও কেন্দ্রীয় মন্দিরের সভাপতি রঘুনন্দন শিকদার, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বিনয় চক্রবর্তী, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি রাম গোপাল চট্টপধ্যায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) ওবাইদুল হক।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুজা উদযাপন পরিষদের সহ সভাপতি সুজয় কুমার পাল, যুগ্ন সাধারন সম্পাদক কল্লোল বসু, বালিয়াকান্দি কেন্দ্রীয় মন্দিরের দূর্গা পুজা কমিটির সভাপতি চন্দ্রনাথ কুন্ডু চন্দন, অটোল কুমার সাহা প্রমূখ।

মতবিনিময় সভাটি উপস্থাপনা করেন বালিয়াকান্দি থানার এসআই অংকুর ভট্টাচার্য। মতবিনিময় সভায় উপজেলার ১৪৬ টি পূজা মন্দিরের সভাপতি ও সাধারন সম্পাদকরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা চেয়ারম্যন মোঃ আবুল কালাম আজাদ ও নবাগত অফিসার ইনর্চাজ (ওসি) এ কে এম আজমল হুদা বলেন ধর্ম যার যার রাষ্ট্র সবার। আপনারা ধর্মের সাথে সঙ্গতী রেখে পূজা অর্চনা করবেন। আইন শৃঙ্খলার জন্য বালিয়াকান্দি থানা পুলিশ সহ আনসার বাহিনীর পাশা পাশি প্রত্যেকটি মন্দিরে সেচ্ছাসেবকরা দায়িত্বে থাকবে। নির্ভয়ে আপনারা আনন্দ উল্লাসে দূর্গা পুজা করবেন। থানা প্রশাসন আপনাদের পাশে আছে।

/আরএ

Comments