বালিয়াকান্দিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে দূর্গাপুজার প্রস্তুতি সভা

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০১৮

অনিক সিকদার, বালিয়াকান্দি, রাজবাড়ী: রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে আসন্ন শারদীয় দূর্গাপুজা উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আইন শৃঙ্খলা বিষয়সহ বিভিন্ন বিষয় নিয়ে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার সভাপতিত্বে প্রস্তুতি মূলক সভায় বক্তব্য রাখেন বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ নাসরিন সুলতানা, আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আবু সাঈদ, পূজা উদযাপন পরিষদের সভাপতি বিনয় চক্রবতী,কেন্দ্রীয় মন্দির ও মহাশ্মশানের সভাপতি রঘুনন্দন সিকদার,জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইউনুছ আলী সরদার, কেন্দ্রীয় মন্দির দূর্গাপুজা কমিটির সভাপতি প্রভাষক চন্দ্রনাথ কুন্ডু চন্দন, বহরপুর সার্বজনীন কালিমন্দির কমিটির সভাপতি বিল্বপ পাল প্রমূখ।

এসময় উপজেলা বিভিন্ন দূর্গাপুজা কমিটির সভাপতি, সাধারন সম্পাদকরা উপস্থিত  ছিলেন এবং তারা আইন শৃঙ্খলাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

প্রস্তুতি মূলক সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা বলেন, ধর্ম যার যার উৎসব সবার। তিনি বলেন, বালিয়াকান্দি উপজেলায় ১৪৬ টি দূর্গাপুজা অনুষ্ঠিত হবে। মন্দিরে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশী মন্দির কমিটির পক্ষ থেকে সেচ্ছাসেবক দল থাকবে। আপনারা নির্ভয়ে পূজা উৎসব করবেন। প্রশাসন আপনাদের সাথে আছে।

/আরএ

Comments