পাকুন্দিয়ায় তিন দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু

প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০১৮

নূরুল জান্নাত মান্না, পাকুন্দিয়া: সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪-৬ অক্টোবর পর্যন্ত তিনদিন ব্যাপী উপজেলা উন্নয়ন মেলা শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকালে উন্নয়নের অভিযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রম ও বিশেষ উদ্যোগগুলো প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে তুলে ধরা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, এম ডি জি অর্জনে সরকারের সাফল্য প্রচার ও এস ডি জি কার্যক্রমে জনগণকে উদ্বুদ্ধ করতে সমগ্র দেশব্যাপী প্রচারণার উদ্যোগ হিসাবে উপজেলা প্রশাসন এই উন্নয়ন মেলার আয়োজন করেছেন।

এ সময় উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পরিষদ মেলা চত্ত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোকলেছুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. হাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনওয়ারুর রউফ, উপজেলা কৃষি কর্মকর্তা ড. গৌর গোবিন্দ দাশ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন চন্দ্র বণিক, পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সরকারের বিভিন্ন সাফল্যের চিত্র তুলে ধরে উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত মেলায় ৪৭টি দপ্তরের স্টল বসানো হয়েছে।

/আরএ

Comments