‘পল্টন মোড়ে ফুট ওভার ব্রিজ চাই’

প্রকাশিত: ১০:৩৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০১৮

ঢাকা শহরের প্রাণকেন্দ্র পল্টন মোড়, সচিবালয়ের কোল ঘেষে একটি গুরুত্বপূর্ণ সড়ক। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ জীবনের ঝুকি নিয়ে রাস্তা পারাপার করে।

বিশেষ করে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীরা ফুটওভার ব্রীজ না থাকায় দুর্ঘটনার শিকার হচ্ছে প্রতিনিয়ত।

শিক্ষার্থীদের আন্দোলনের পরে নিরাপদ সড়ক চাই দাবীটি এখন খুবই জোড়দার হয়েছে। এমনকি সরকার জনসচেতনতামূলক প্রোগ্রাম হাতে নিয়েছে।

প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে মাসব্যাপী কর্মসূচী হাতে নেয়া হয়েছে। তাই শিক্ষার্থীদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই নিরাপদ সড়ক চাই। এর প্রস্তুতি হিসেবে পল্টন মোড়ে যত দ্রুত সম্ভব ফুটওভার ব্রীজ নির্মাণ করা হোক।

এলাকাবাসীর পক্ষে

এবিএম জাকারিয়া
সিনিয়র শিক্ষক
সেগুনবাগিচা হাই স্কুল
তোপখানা রোড, ঢাকা

Comments