পঞ্চগড়ে মা-বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৮

একুশনিউজ২৪: পঞ্চগড়ে বাবা-মাকে হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে পঞ্চগড়ের দায়রা আদালত। এছাড়াও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের অতিরিক্ত কারাদাণ্ড দিয়েছে আদালত।

পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আনিসুর রহমান সোমবার এই আদেশ দেন।

সাজাপ্রাপ্ত মঞ্জুরুল হাসান শান্ত জেলা শহরের পুরাতন ক্যাম্প এলাকার নিহত মিজানুর রহমান (৬৫) ও সুলতানা বেগমের (৫৫) ছেলে। রায় ঘোষণার সময় আসামী শান্ত আদালতের কাঠগড়ায় ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি জাহাঙ্গীর আলম মামলার নথির বরাতে বলেন, ২০১৫ সালের ২৩ শে মার্চ শান্ত তার বাবা-মাকে ধারালো অস্ত্র দিয়ে এলাপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে আটক করে। ওই দিনই শান্তর বড় ভাই আক্তারুজ্জামান সাগর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

শান্তর বাবা মিজানুর রহমান ছিলেন পঞ্চগড় সুগার মিলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। আর তার মা ছিলেনর গৃহিণী।

আইনজীবী জাহাঙ্গীর বলেন, মামলার তদন্ত কর্মকর্তা এসআই রঞ্জু আহাম্মেদ ওই বছরের ৩১ জুলাই আদালতে শান্তর বিরেুদ্ধে অভিযোগপত্র দেন। আদালত ১৪ জনের সাক্ষ্য নিয়ে এই রায় দিয়েছে বলে তিনি জানান।

মামলায় আসামিপক্ষের আইনজীবী আব্দুল আলিম রায়ের প্রতিক্রিয়ায় বলেন, তারা রায়ের বিপক্ষে উচ্চ আদালতে আপিল করবেন।

/এমএম

Comments