চাঁদপুরে মেঘনায় ইলিশ নিধন; আটক ১১, ৭ জনের কারাদন্ড

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৮

মোঃ রবিউল অালম, চাঁদপুর: মা ইলিশ নিধনের দায়ে চাঁদপুরে ৭ জেলেকে কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়াও ৪ জনকে নাবালেগ হওয়ায় ৫ হাজার টাকা মুচলেকার বিনিময়ে মুক্তি দেয়া হয়।

শনিরবার ভোরে চাঁদপুর সদর উপজেলা ১৩ নং হানারচর ইউনিয়ন হরিনা নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ গিয়াস উদ্দিন এর নেত্রিত্বে হরিণা এলাকার গোবিন্দীয়া মেঘনা নদী থেকে মাছ ধরার সময় নৌকা সহ ১১ জেলেকে আটক করে। এসময় ১০ হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়।

শনিবার সকাল ১১ টার সময় চাঁদপুর নির্বাহী ম্যজিস্ট্রট মানসুরা খাঁন হিরা মনির উপস্থিতিতে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ১১ আটক কৃত জেলেদের মধ্যে ৭ জন কে ১ বছর করে সাজা প্রধান করেন। এবং বাকি ৪ জন নাবালক হওয়ায় ৫ হাজার টাকা করে মুচলেকা রেখে ছেরে দেওয়া হয়।

আসামিরা হলেন,মোঃ ছলেমান সরকার, (৩৫) পিতা হামিদ সরকার সাং গোবিন্দীয়া,মোঃ জসিম তফদার (৪৮) পিতা মৃত খালেক তফদার গোবিন্দীয়া,মোঃ বাচ্চু পাটোওয়ারি (২৮) পিতা কালু পাটোওয়ারি, গোবিন্দীয়া,মোঃ জাকির হোসেন সরকার গোবিন্দীয়া (৩০) মোঃ জাহাঙ্গীর হোসেন (২৫) পিতা মৃত ছাত্তার শেখ, গোবিন্দীয়া, মোঃ হালিম শেখ (২৮) পিতা ছত্তর শেখ।

মুচলেকার বিনিময়ে ছাড়া পাওয়া চারজন হলেন, ছাত্তার শেখের ছেলে মোঃ মোতালেব শেখ (১৫) আবু কালাম হাওলাদারের ছেলে মোঃ হেলাল হাওলাদার (১৩) ছালাম শেখের ছেলে মোঃ মিলন শেখ (১৩) এবং আমান গাজীর ছেলে মোঃ জুম্মান গাজী(১৮)।

/আরএ

Comments