চবির খালেদা জিয়া হলের নামফলক তুলে দিলো ছাত্রলীগ

প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৮

নাজমুল হাসান, চবি সংবাদদাতা: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীদের আবাসিক হল দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের নামফলক তুলে দিয়েছে চবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

এসময় বীর প্রতীক তারামন বিবি‘র নামে হলটির নামকরণের দাবী জানায় তারা।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকাল তিনটার দিকে প্রথমে ভিত্তি প্রস্তরের নাম কালো রং দিয়ে মুছে দেয়। পরে হলের সম্মুখে লেখা খালেদা জিয়ার নাম ফলক তুলে ফেলে দেয় ছাত্রলীগ নেতাকর্মীরা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা কর্মীরা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোনো প্রমাণিত দুর্নীতিবাজ, জঙ্গীদের পৃষ্টপোষক, অশিক্ষিত ব্যক্তির নামে হল থাকতে পারবে না। এটা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সকলের দাবী।

আমরা আরো দাবী জানাচ্ছি, এই হলের নাম বীর প্রতীক তারামন বিবি‘র নামে নামকরণ করা হোক। এবিষয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে মৌখিক দাবী জানিয়েছি। আগামীকাল (বুধবার) লিখিত দাবী জানাবো।

এ বিষয়ে ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক মিজানুর রহমান বিপুল বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো সর্বোচ্চ বিদ্যাপীঠে কোন চিহিৃত এতিমের অর্থ আত্মসাৎ মামলায় সাজাপ্রাপ্ত, অশিক্ষিত খালেদা জিয়ার নামে কোন স্থাপনা থাকতে পারে না।

আমারা আ জ ম নাসির ভাইয়ের অনুসারিরা তাই খালেদা জিয়ার নাম ফলক মুছে দিয়েছি এবং বিশ্বদ্যিালয়ের প্রশাসনের কাছে বীর প্রতীক তারামন বিবি‘র নামে হলটির নামকরণের প্রস্তাব রেখেছি।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, এভাবে মুখে মুখে বললেই হলের নাম পরিবর্তন হয়ে যায় না।

ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দাবি পেশ করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভেবে দেখবে।

/আরএ

Comments