খুলনায় বিএনপির ৪ ও দুই জামায়াত নেতার হাতে ধানের শীষ

প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৮

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: খুলনার ৬টি সংসদীয় আসনে বিএনপি ও ২৩ দলীয় জোট নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট একক প্রার্থী চূড়ান্ত করেছে।

এর মধ্যে খুলনার ৪টি আসনে বিএনপির দলীয় প্রার্থী, বাকি দুটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিবেন।

এর আগে গত ২৭ নভেম্বর খুলনার তিনটি আসনে একক ও বাকি তিনটি আসনে একাধিক প্রার্থীর নাম ঘোষণা করা হয়। সেই তালিকা থেকে এবার একক প্রার্থীর মনোনয়ন দেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খুলনা-১ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির এজাজ খান, খুলনা-২ আসনে নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৩ আসনে সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ আসনে ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলালের নাম ঘোষণা করা হয়। বাকি দুটি আসনে জোটের শরীক দল জামায়াতের জন্য ছেড়ে দেওয়া হয়।

এদের মধ্যে খুলনা-৫ আসনে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর মিয়া গোলাম পরোয়ার, খুলনা-৬ আসনে নগর জামায়াতের আমীর আবুল কালাম আজাদকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়।

/আরএ

Comments