উন্নয়নশীল দেশের কাতারে ওঠার যোগ্য বাংলাদেশ: লক্ষ্মীপুরে প্রেসবিফ্রিং

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, মার্চ ২০, ২০১৮

মুহাম্মদ নোমান ছিদ্দীকী লক্ষ্মীপুর প্রতিনিধি: স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে ওঠার যোগ্যতা অর্জনের স্বীকৃতিপত্র পেয়েছে বাংলাদেশ৷ ১৭ মার্চ জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিপিডি) এই ঘোষণা সংক্রান্ত চিঠি জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের কাছে হস্তান্তর করে।

ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে জেলা তথ্য অফিস লক্ষ্মীপুরের আয়োজনে মঙ্গলবার (২০ মার্চ ) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রেস বিফিং করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসন। এ সময় জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চক্র পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মঞ্জুরুল ইসলাম, লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান।

উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন জবু, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম শিবলু, নির্বাহী সদস্য নজরুল ইসলাম জয়, একুশ টেলিভিশন জেলা প্রতিনিধি ফেরদৌস আক্তার নয়ন, সময় টেলিভিশন জেলা প্রতিনিধি মাহবুবুল ইসলাম ভুইয়া, দৈনিক লক্ষ্মীপুর সমাচার সম্পাদক জাকির হোসেন ভুইয়া আজাদ, সংবাদের জেলা প্রতিনিধি মাসুদুর রহমান ভুট্রো, চ্যানেল ২৪ জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম স্বপন, জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

জেলা প্রশাসক অঞ্জন চন্দ্রপাল বলেন একটি সুখী সমৃদ্ধি সোনার বাংলা গঠনের প্রত্যয়ে জাতির পিতা শেখ মজিবুর রহমান এর নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ। সোনার বাংলা গড়ার লক্ষে সরকারের রুপকথা ২০২১ বাস্তবায়নের কাজ শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই প্রচেষ্টায় ২০২৪ সালে আনুষ্ঠানিকভাবে স্বল্পোন্নত দেশের তালিকায় থেকে বের হয়ে আসবে বাংলাদেশ। এ সময় তিনি আরো বলেন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও ২০৪১ সালে বাংলাদেশ পোঁছে যাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের উন্নত দেশের তালিকায়।

Comments