হামলার জন্য সৌদির ‘গ্রিন সিগন্যালের’ অপেক্ষায় ট্রাম্প

প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০১৯

সৌদি আরবের তেলক্ষেত্রে হামলায় জড়িতদের শায়েস্তা করতে দেশটির ‘সম্মতির’ অপেক্ষায় আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হামলার পেছনে কারা জড়িত যুক্তরাষ্ট্র সেটা জানে রবিবার সন্ধ্যায় এক টুইটে এমন ইঙ্গিতও দিয়েছেন তিনি।

ট্রাম্প বলেন, ‘সৌদি আরবের তেল সরবরাহ আক্রান্ত হয়েছে। অপরাধী কারা আমরা যে জানি সেটা বিশ্বাস করার কারণ রয়েছে। যাচাই-বাছাইয়ের পর হামলার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত রয়েছি। কিন্তু সৌদি রাজ থেকে শোনার অপেক্ষায় আছি কারা হামলায় জড়িত বলে তারা মনে করে। তার ওপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

সিএনএন জানায়, ট্রাম্পের এই টুইট যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। শনিবার সৌদি তেলক্ষেত্রে হামলার পর ওই অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে। ইতোমধ্যেই সেখানে সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে।

শনিবার ড্রোন হামলায় সৌদি আরবের তেলক্ষেত্র দুটির ব্যাপক ক্ষতির কারণে বৈশ্বিক তেল সরবরাহে বিঘ্ন ঘটছে। এতে বৈশ্বিক তেল সরবরাহ ৫ শতাংশ কমে গেছে। বেড়ে গেছে তেলের দাম।

ক্ষতিগ্রস্ত দুটি তেলক্ষেত্রের উৎপাদন শুরু হতে কয়েক সপ্তাহ লাগতে পারে বলে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে।

বিশ্বের সবচেয়ে বড় তেলক্ষেত্র খুরাইশে কারা হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়। যদিও ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এ হামলার দায় স্বীকার করেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এ হামলার জন্য সরাসরি ইরানকে দায়ী করেছেন। কিন্তু ইরানের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে।

Comments