ঢাকা মেডিকেলের বাথরুম থেকে নবজাতক উদ্ধার

প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০১৯

ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বাথরুম থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত শিশুটিকে এনআইসিইউতে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে ঢামেকে দায়িত্বরত আনসারদের প্লাটুন সূত্রে জানা গেছে, মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন বিভিন্ন রোগীর স্বজনরা ওই নবজাতককে দেখতে পেয়ে খবর দিলে আনসার সদস্যসহ সংশ্লিষ্টরা তাকে উদ্ধার করে। এরপর তার ওজন মেপে দেখা যায়, ৮০০ গ্রাম।

রোববার ভোর ৬টার দিকে ঢামেকের পাঁচতলার একটি বাথরুম থেকে এক মেয়ে নবজাতককে উদ্ধার করা হয়। পরে তাকে নবজাতক ওয়ার্ডের এনআইসিইউতে (নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র) ভর্তি করা হয়।

এদিকে ঢামেক হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যাপারটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে কন্যা সন্তান হওয়ায় কোনো দম্পতি শিশুটিকে ফেলে রেখে গেছে।

/আরএ

Comments