শপিং মলে বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো নিয়ে মহা হৈচৈ

প্রকাশিত: ১০:৪৮ পূর্বাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৮

ডেস্ক: ভারতের পূর্বাঞ্চলীয় কলকাতা শহরের একটি শপিং সেন্টারে একজন নারী তার শিশুকে বুকের দুধ খাওয়াতে গেলে ওই মলের কর্মকর্তারা তাকে ‘ঘরের কাজ ঘরে করুন’ বলার পর সেটা নিয়ে হৈচৈ শুরু হয়েছে।

সাউথ সিটি মলের পেজে এক নারী অভিযোগ করেন যে শিশুকে বুকের দুধ খাওয়ানোর জন্যে ওই সেন্টারে আলাদা কোন জায়গা নেই।

জবাবে শপিং সেন্টারের পক্ষ থেকে ফেসবুকে ওই মন্তব্য করা হয়। তাদের সেই জবাব মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।

মল কর্তৃপক্ষ ‘রূঢ়’ এই পোস্টের জন্যে একটি সোশাল মিডিয়া এজেন্সিকে দায়ী করেছে।

প্রথমে অভিলাষা অরূপ দাশঅধিকারী গত মঙ্গলবার তার অভিজ্ঞতার কথা শেয়ার করেন। সাউথ সিটি মলের ফেসবুক পাতায় তিনি লেখেন যে স্তন্যপান করানোর জন্যে সেখানে নির্ধারিত কোন জায়গা নেই।

তিনি আরো লিখেছেন, মলের কর্মচারীরা তাকে বলেছিলেন টয়লেটে গিয়ে তার শিশুকে স্তন্যপান করাতে।

একারণে তিনি শপিং মলটির সমালোচনা করেন এবং কম রেটিং দেন।

তারপর ওই পেজের ম্যানেজার জবাব দিতে গিয়ে লিখেছেন যে দোকানে স্তন্যপান করানোর অনুমতি নেই। মিজ দাশ অধিকারীর উচিত ছিলেঅ আগেই তার দিনের একটা পরিকল্পনা তৈরি করা যাতে তার শিশুকে যেকোন সময় স্তন্যপান করাতে না হয়।

তারপর ওই পোস্ট এবং মন্তব্য ডিলিট করে দেওয়া হয়েছে। কিন্তু তার একটি স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

/এসএস

Comments