৯৭ শতাংশ শিশু মায়ের ডাকে সাড়া দেয়

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, মার্চ ৯, ২০১৯

মায়ের ডাকে ৯৭ শতাংশ শিশু সাড়া দেয় বলে জানিয়েছেন গবেষকরা। সেইসঙ্গে মায়ের আওয়াজ শিশুদের কানে সেকেন্ডেরও কম সময়ে পৌঁছে বলে জানান তারা।গবেষকরা জানান, রিপিট নয়, মাত্র একবার। তাহলে যথেষ্ট। এক সেকেন্ডের কম সময়েও সেই আওয়াজ শিশুর মস্তিষ্কে পৌঁছায়। মুহূর্তে প্রতিক্রিয়া প্রকাশ করে শিশুটি।

সম্প্রতি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একদল গবেষক দাবি করেন, একজন শিশু তার মায়ের আওয়াজে সবচেয়ে বেশি প্রতিক্রিয়া দেখায়। পরীক্ষায় প্রকাশ, যে কোনও শিশু তার মায়ের আওয়াজে ৯৭ শতাংশ প্রতিক্রিয়া করে।

৭ থেকে ১২ বছর বয়সী ছাত্রদের ওপর এই পরীক্ষা করা হয়েছিল। এতে মা এবং অন্য মহিলাদের ভয়েস শিশুদের শোনানো হয়। সঙ্গে সঙ্গে এমআরআই করে দেখা যায় শিশুরা মায়ের আওয়াজে বেশি প্রতিক্রিয়া দেখিয়েছে।

স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির এই গবেষণা দলে একজন ভারতীয়ও আছেন। নাম বিনোদ মেনন। একজন শিশু কি করে মায়ের কন্ঠস্বরকে আলাদা করছে এবং শিশুর মস্তিষ্ক প্রতিক্রিয়া দেখাচ্ছে তা খুঁজে বের করাটা এখনও বাকি।

এই পরীক্ষা সফল হলে জড়বুদ্ধি সম্পন্ন শিশুদের ভাষা শিক্ষা এবং বাস্তব জীবন সম্পর্কে শিক্ষা দেওয়াটা অনেক সহজ হবে।

Comments