কৃত্রিম পায়ের নাচে ভাইরাল আফগান শিশু (ভিডিও)

প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ণ, মে ১১, ২০১৯

ডেস্ক: সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আফগান এক শিশুর নাচ ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায় চার বছরের এক শিশু মনের আনন্দে নাচছে। নাচতে থাকা শিশুটির এক পা কৃত্রিমভাবে সংযোজন করা হয়েছে।

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের এক হাসপাতালে কৃত্রিম পা সংযোজনের পর মনের আনন্দে যে শিশুকে নাচতে দেখা যায় তার নাম আহমাদ সায়েদ রহমান। মাত্র আট মাস বয়সে তালেবানদের পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে এক পা হারায় পাঁচ বছর বয়সী আফগান শিশু আহমাদ সায়েদ রাহমান। সেই থেকেই কৃত্রিম পায়ের ওপর নির্ভর করতে হয় তাকে।

সোমবার নতুন একটি কৃত্রিম পা পেয়ে খুশিতে নেচে উঠে আহমাদ সায়েদ রহমান। আর তা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসের এক কর্মী। প্রকাশের পরপরই ভিডিওটি ভাইরাল হয়ে সর্বত্র ছড়িয়ে পড়ে। তার উচ্ছ্বসিত নাচ বিশ্বজুড়ে মানুষের মন জয় করে নেয়।

টুইটারে ভিডিও প্রকাশের পর একদিনেই অন্তত পাঁচলাখ ভিউ আর হাজারখানেক কমেন্ট পড়ে ভিডিওটিতে। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামও হয় আফগানিস্তানের ক্ষুদে এই নাচিয়ে।

জেডএ/

Comments