শুরু হচ্ছে অমর একুশে বইমেলা; চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি

প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০১৯

মারুফ মুনির, বিশেষ প্রতিবেদক: রাত পোহালেই শুরু হচ্ছে ‘অমর একুশে বইমেলা ২০১৯’। মেলা প্রাঙ্গণে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি।

বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে প্রায় সাড়ে আটশ পুস্তক প্রকাশনী সংস্থাকে এবার স্টল বরাদ্ধ দিয়েছে একাডেমি কর্তৃপক্ষ।

আগামীকাল পহেলা ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি সাহিত্যিকদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চলুন দেখে নেয়া যাক বইমেলার সর্বশেষ প্রস্তুতি। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়াদী উদ্যান ঘুরে ছবিগুলো তুলেছেন একুশ নিউজের বিশেষ প্রতিবেদক নাফিজ আলম চয়ন

বাংলা একাডেমি অভ্যন্তরে দৃষ্টিনন্দন স্টলে ব্যস্ত এক কর্মী

স্টলের জন্য পর্দা সেলাই করছেন এক নারী

বিভিন্ন প্রকাশনী ও বইয়ের নাম আর্ট করেন সাইফুল্লাহ নবীন

বাংলাে একাডেমির নজরুল মঞ্চ

শেষ বেলার কর্মব্যস্ততা

ক্লান্তেএক শ্রমিক বসে আছেন নির্মাণাধীন স্টলের সামনে

সোহরাওয়ার্দী ‍উদ্যানের ম্যাপ

নন্দিত লেখক হুমায়ুন আহমেদের ছবি সহ বিলবোর্ড

সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব প্রান্তে অস্থায়ী মসজিদ

নির্মাণাধীন অস্থায়ী টয়লেট

নির্মাণাধীন অস্থায়ী টয়লেট

ব্যস্ত দুই কারিগর

সিসিমপুর চত্তরে শিশুদের প্রকাশনার একটি স্টল

দিনের শেষ বেলায় একটি প্রকাশনীর টিনের ঘরের (স্টল) চালে কাজ করছেন এক মিস্ত্রি

সোহরাওয়ার্দী উদ্যানে বাঁশের বেড়ায় দৃষ্টিনন্দন পানির হাউজ

সোহরাওয়ার্দী উদ্যানের সূর্যডুবি

পর্দা সেলাইয়ে ব্যস্ত দুই শ্রমিক

একাডেমি অভ্যন্তরে একাডেমির স্টল 

আরো ছবি দেখতে ঘুরে আসুন ফটো গ্যালারিতে। ক্লিক করুন….বইমেলার প্রাক-প্রস্তুতি

Comments