শিনজো অ্যাবের সঙ্গে বৈঠকের ঘোষণা দিয়ে ট্রাম্পের টুইট

প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৮

ডেস্ক: জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে সাক্ষাত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে দুই নেতাই এখন নিউইয়র্কে অবস্থান করছেন। নিউইয়র্কে যাওয়ার আগেই এই ঘোষণা দেন ট্রাম্প।

স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে তার ট্রাম্পকে বহনকারী হেলিকপ্টারটি নিউইয়র্কের ওয়াল স্ট্রীটে অবতরণ করে। অবতরণের আগেই তিনি টুইটারে লিখেন, আমি নিউইয়র্ক যাচ্ছি। সেখানে আজ রাতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে বৈঠকে বসবো। তার সাথে সামরিক ও বাণিজ্যিক বিষয় নিয়ে আলোচনা করবো। আমরা জাপানকে অনেক সহায়তা করেছি। আমরা আরো জোরদার পারস্পরিক সম্পর্ক আশা করছি।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে উত্তর কোরিয়া ও ইরান ইস্যু সবচেয়ে বেশী প্রাধান্য পাবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে গত রোববার নিউইয়র্ক গেছেন।

/এমএম

Comments