রোহিঙ্গা ইস্যুতে মুসলিম দেশের সহায়তা প্রয়োজন

প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০১৮

আন্তজার্তিক ডেস্ক : আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গা ইস্যুতে বিশ্বের মুসলিম দেশগুলোর সহায়তা চেয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলমের সঙ্গে ওআইসির একটি প্রতিনিধি দলের বৈঠক হয়। বৈঠকে ওই প্রতিনিধি দলে বিভিন্ন দেশের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকেই এই সহায়তা চান তিনি।

এদিনের বৈঠকে রোহিঙ্গা ইস্যু সমাধানের জন্য ওআইসির ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে ইরান, আলজেরিয়া, মালয়েশিয়া, মরক্কো, সুদান ও তুরস্কের প্রতিনিধিরা ছিলেন।

উল্লেখ্য, বুধবার (১২ সেপ্টেম্বর) ওআইসির এই প্রতিনিধি দল কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।

এএইচ

Comments