বৈধতা পেলেন মোরশেদ খান; অপেক্ষায় খালেদা-কাদের, এরশাদ-হুদা

প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৮

একুশ নিউজ: মনোনয়ন বাছাইয়ের আপিল শুনানিতে আজ শেষ দিন শনিবার মনোনয়ন বৈধতা পেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান।

শনিবার সকালে ইসি কার্যালয়ে শুনানি শেষে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে তার প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়।

এদিকে আজ শেষ বিএনপির হেভিওয়েট প্রার্থীদের মধ্যে ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসনে দলীয় প্রধান বেগম খালেদা জিয়া, টাঙ্গাইল-৪ ও ৮ আসনে ঐক্যফ্রেন্টের বঙ্গবীর কাদের সিদ্দিকী, ঢাকা-৮ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, রংপুর-৩ আসনে জাপা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ, ঢাকা-১৭ আসনে ব্যারিস্টার নাজমুল হুদার আপিল শুনানি হবে।

এছাড়াও বিএনপির আরেক হেভিওয়েট প্রার্থী চট্টগ্রাম-৫ আসনে মীর নাসির উদ্দিন নাসির এবং তার ছেলে মীর হেলাল উদ্দীনের মনোনয়ন অবৈধ ঘাষিত হয়।

আজ শেষ দিন (৮ ডিসেম্বর) ৩১১ থেকে ৫৪৩ নম্বর আবেদনের শুনানি হবে। শুনানি পরিচালনা করবেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কেএম নুরুল হুদা এবং অন্যান্য কমিশনাররা।

আরএ

Comments