কুড়িগ্রাম-৩ আসন : দুই ভাই দুদলের প্রার্থী হওয়ার গুঞ্জন

প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, মার্চ ১১, ২০১৮

রাশেদ, কুড়িগ্রাম প্রতিনিধি : অলিপুর ও চিলমারী দুই উপজেলা নিয়ে গঠিত হয়েছে কুড়িগ্রাম-৩ আসন । কুড়িগ্রাম-৩ আসনটি কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার চিলমারী সদর ইউনিয়নরমনা ইউনিয়নথানাহাট ইউনিয়ন ও রানীগঞ্জ ইউনিয়ন এবং উলিপুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নবেগমগঞ্জ ইউনিয়নবুড়াবুড়ি ইউনিয়নবজরা ইউনিয়নদলদলিয়া ইউনিয়নধামশ্রেণী ইউনিয়নধড়নিবাড়ি ইউনিয়নগুনাইগাছ ইউনিয়নহাতিয়া ইউনিয়নপান্ডুল ইউনিয়নতবকপুর ইউনিয়ন ও থেতরাই ইউনিয়ন নিয়ে গঠিত। আগামী একাদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে সারাদেশে । সাথে কুড়িগ্রাম-৩ আসনেও চলছে গুঞ্জন কে হবে আগামী নির্বাচনের প্রার্থী ।

লোকমাঝে বেশ গুঞ্জন চলছে আগামী নির্বাচনে কুড়িগ্রাম-৩ আসন থেকে আপন দুই ভাই প্রতিদন্ধিতা করবে দু’দল থেকে । এতে কেউ কাউকে কোনোভাবে ছাড় দিতে রাজি না।

তবে হাড্ডা-হাড্ডি লড়াই চলবে জাতীয় তিন দলের ভিতরেই । আওয়ামী লীগ-বিএনপি-জাতীয় পার্টি সবাই সমানভাবে লড়াই করার প্রস্তুতি নিচ্ছে ।

দারিদ্রতার চরম সীমায় লিপ্ত এ এলাকার জনগন । তাই তারা সবসময় দেখে কে তাদের জন্য একটুখানী সুখ বয়ে আনবে; তাকেই তারা নির্বাচিত করবে ।

/এসআর

Comments