কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০১৮ স্টাফ রিপোর্টার: কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল। মঙ্গলবার বিকেলে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির এই কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২-এর সুপার প্রশান্ত কুমার বণিক জানান, মঙ্গলবার সকালে ঢাকা থেকে আলালের জামিনের কাগজপত্র কারাগারে আসে। পরে যাচাই-বাছাই শেষে বিকেল সাড়ে ৫টার দিকে তাঁকে মুক্তি দেওয়া হয়। উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি দুপুরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা প্রদর্শন কর্মসূচি থেকে আলালকে আটক করে পুলিশ। /আরএ Comments SHARES রাজনীতি বিষয়: আলালকারাগারকারাগার থেকে মুক্তি পেলেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালমোয়াজ্জেম হোসেন আলাল