৮ মে জামিন পেতে খালেদার আইনজীবীদের আশাবাদ

প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, মে ৫, ২০১৮

স্টাফ রিপোর্টার: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামী ৮ মে জামিনে মুক্তি পেতে পারেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তাঁর আইনজীবীরা।

শনিবার (৫ মে) বিকেলে কেন্দ্রীয় কারাগারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় সুপ্রিম কোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবদীন এ আশাবাদ ব্যাক্ত করেন।

তিনি বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) আমাদের কাছে জানতে চেয়েছেন- আমি তো কোনো অন্যায় করিনি, আমাকে কেন সাজা খাটতে হচ্ছে? ম্যাডাম অসুস্থ, তিনি বাম হাত নাড়াতে পারছেন না। আমরা আশাবাদী আগামী ৮ মে তিনি (খালেদা) জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় জামিনে মুক্তি পাবেন।

এসময় তিনি আরও বলেন, ৮ তারিখে বেগম জিয়া মূল মামলায় জামিন পেলে অন্য মামলাগুলোতেও জামিন পাবেন বলে আমরা আশা করছি।

একুশনিউজ/এএইচ

Comments