ফখরুলকে কমনওয়েলথ মহাসচিবের চিঠি নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০১৮ স্টাফ ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চিঠি পাঠিয়েছে কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড। চিঠিতে প্যাট্রিসিয়া বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণ চায় কমনওয়েলথ। সমপ্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে লেখা এক চিঠিতে সংস্থাটির মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড এ কথা বলেছেন। বিএনপির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, চিঠিতে প্যাট্রিসিয়া লিখেছেন, ‘আমি দৃঢ়ভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপিকে উৎসাহিত করছি। কার্যকর গণতন্ত্রের জন্য সবার অংশগ্রহণমূলক নির্বাচন অপরিহার্য। বিএনপি থেকে এ চিঠির উত্তর শিগগিরই দেওয়া হবে বলে জানা গেছে। বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, কমনওয়েলথ মহাসচিব সমপ্রতি যখন ঢাকায় এসেছিলেন, রাজনৈতিক পরিস্থিতি, বিরোধী দলের ওপর হামলা-মামলা, হয়রানির বিষয়টি তুলে ধরা হয়েছিল। দলীয় সরকারের অধীনে নির্বাচনের ‘খারাপ’ নজিরও তুলে ধরা হয়েছিল। এর মধ্যে এমন একটি চিঠি তাদের মধ্যে নানা আলোচনার জন্ম দিয়েছে। ওই নেতা বলেন, হয়তো কমনওয়েলথ মহাসচিব সরকারকে সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানেরও তাগিদ দিয়েছেন। /আরএ Comments SHARES রাজনীতি বিষয়: ফখরুলকে কমনওয়েলথ মহাসচিবের চিঠি