জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে মোস্তাফিজের মুম্বই নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০১৮ স্পোর্টসনিউজ: আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলছে মুম্বাই ইন্ডিয়ানস। বেঙ্গালুরু মানে বিরাট সব তারকা ব্যাটসম্যানদের ভিড়। শুধু তো বিরাট কোহলি নয়। এবি ডি ভিলিয়ার্স, কুইন্টন ডি ককেরাও আছেন এই দলে। তবে আসল লড়াইটা হতে পারে মোস্তাফিজ বনাম কোহলি। রোমাঞ্চকর লড়াই হবে সন্দেহ নেই। আইপিএলের এবারের আসরে টানা তিন ম্যাচেই শেষ ওভারে হেরেছে মোস্তাফিজ-রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম জয়ের লক্ষ্যে এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়নরা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন বেঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি। প্রত্যাশিতভাবেই মুম্বই ইন্ডিয়ান্স একাদশে রয়েছেন দারুণ ফর্মে থাকা বাংলাদেশের পেস সেনসেশন মোস্তাফিজুর রহমান। এই ম্যাচটা জেতা মুম্বাইয়ের জন্য খুবই জরুরি। আইপিএলে প্রথম তিন ম্যাচেই হেরে শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। তিন ম্যাচেই অবশ্য খেলা গড়িয়েছে শেষ ওভারের শেষ বলে। এর মধ্যে দুবার শেষ ওভার বোলিং করেছেন মোস্তাফিজ। অন্তত দুবার ম্যাচ যে শেষ ওভার পর্যন্ত গেছে, তাতে কৃতিত্ব আছে মোস্তাফিজের ফিরতি স্পেলের কৃপণ বোলিংয়ের। এখন পর্যন্ত তিন ম্যাচেই উইকেট নিয়েছেন মোস্তাফিজ। গত দুই ম্যাচে তো খুবই কৃপণ বোলিং করেছেন। এর মধ্যে নিজের পুরোনো দল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে করেছেন আইপিএলে নিজের দ্বিতীয় সেরা বোলিং। ২৪ রানে নিয়েছেন ৩ উইকেট। এদিকে চলতি আইপিএল প্রথম জয়ের দেখা পেতে কোন কমতি রাখছেনা মুম্বাই। মোস্তাফিজকে ডেথ ওভারের বোলিং কৌশল শিখিয়ে দিচ্ছেন ফ্রাঞ্চাইজির বোলিং মেন্টর ও লঙ্কান বোলিং স্টার লাসিথ মালিঙ্গা। মালিঙ্গা পৃথিবীর অন্যতম সেরা ডেথ ওভার বোলার। তার বোলিং নৈপুন্যে অনেক ম্যাচও জিতেছিল মুম্বাই। মালিঙ্গার কৌশল মোস্তাফিজ কীভাবে কাজে লাগাতে পারেন সেটি দেখতে হলে চোখ রাখতে হবে স্টার স্পোর্টসে। /এসআর Comments SHARES খেলাধুলা বিষয়: এবি ডি ভিলিয়ার্সকুইন্টন ডি ককজয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে মোস্তাফিজের মুম্বইফ্রাঞ্চাইজির বোলিং মেন্টরবিরাট কোহলিমুম্বাই ইন্ডিয়ানসমোস্তাফিজ বনাম কোহলিরয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুলঙ্কান বোলিং স্টারলাসিথ মালিঙ্গা