ঢাকা-১৭ আসনে নৌকায় সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন এরশাদ

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৮

একুশ ডেস্ক: ঢাকা-১৭ আসনে মহাজোট মনোনীত নৌকা প্রতিকে চিত্রনায়ক ফারুককে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

বৃহস্পতিবার বিকালে বারিধারার প্রেসিডেন্ট পার্কে এক জরুরি সংবাদ সম্মেলন এই ঘোষণা দেন তিনি।

গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট, মহাখালীর নিউ ডিওএইচএস, ভাসানটেক, বারিধারা ও শাহজাদপুর এলাকা নিয়ে ঢাকা-১৭ আসন।

এই আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক। তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

অপরদিকে বিএনপি তাদের দলীয় প্রতীক ধানের শীষ দিয়েছে বিজেপির আন্দালিব রহমান পার্থকে। এছাড়াও ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতিক নিয়ে লড়ছেন মো. আমিনুল হক তালুকদার।

/এসএস

Comments