জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দিয়ে ক্ষমতায় যেতে চায়

প্রকাশিত: ১২:৫৪ পূর্বাহ্ণ, এপ্রিল ১৫, ২০১৮

আগামী সাধারণ নির্বাচনে বিএনপি অংশ নিক বা না নিক জাতীয় পার্টি এককভাবেই অংশ নেবে বলে জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, তবে ৩০০ সংসদীয় আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি প্রার্থী।

আজ রংপুর সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এরশাদ এসব কথা জানান।

বার্তা সংস্থা বাসসের খবরে বলা হয়, বৃহত্তর রংপুরের ২২টি আসনসহ ৭০টি সংসদীয় আসন দাবি করে এরশাদ বলেন, পরবর্তীতে, ১০ থেকে ১২টি মন্ত্রণালয় জাতীয় পার্টিকে দিতে হবে। আর এই দাবিতে যদি আওয়ামী লীগ রাজি না হয় তাহলে জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দিয়ে আগামী নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় যাবে।

Comments