সরকারের চুরির খবর লুকাতে-ই ৩২ ধারা

প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, এপ্রিল ৭, ২০১৮

মুহাম্মদ নোমান ছিদ্দীকী লক্ষ্মীপুর প্রতিনিধি:
জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)’র সভাপতি ও সাবেক মন্ত্রী আ স ম আবদুর রব বলেছেন, এমপি-মন্ত্রীদের চুরিচামারির খবর ঢাকা দিতেই আইনের ৩২ ধারা করছে সরকার। তিনি বলেন, যা ছিল ৫৭ ধারা তা-ই এখন ৩২ ধারা।

জেএসডি নেতা গতকাল দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছিলেন। আ স ম রব বলেন, দেশে আইনের শাসন, ন্যায়বিচার আর সংবাদপত্রের স্বাধীনতা না থাকায় সবকিছু ম্লান হয়ে যাচ্ছে।

তিনি বলেন, জনগণের সবচাইতে বড় শক্তি হচ্ছে আইনের শাসন ও কোট-কাচারী, কিন্তু আজ আইনের শাসন নেই, ভোটাধিকার নেই। মাত্র দুই কোটি টাকার জন্য সাবেক প্রধানমন্ত্রীকে জেলে পাঠানো হয়েছে। অথচ লক্ষ কোটি টাকা দেশ থেকে লুট হয়ে গেছে, সরকারদলীয় লোকরা ব্যাংক লুট ও মূলধন খেয়ে ফেললেও তার কোনো বিচার হচ্ছে না। এ সময় উপস্থিত ছিলেন জেএসডি সহসভাপতি বেগম তানিয়া রব, কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ মনছুরুল হক, সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, লক্ষ্মীপুর প্রেস ক্লাব সভাপতি কামাল উদ্দিন হাওলাদার ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল প্রমুখ

Comments