রমজানে চাকরি ছেড়ে রোজাদারদের মাঝে মেসওয়াক বিলি করেন মাহতাব!

প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, মে ১০, ২০১৯

ডেস্ক: পবিত্র রমাজন মাস এলেই অফিস থেকে ছুটি নিয়ে রোজাদারদের মাঝে মেসওয়াক বিতরণ করেন ৫৪ বছর বয়সী মাহতাব। নাটোরের বাগাতিপাড়া উপজেলার চকমহাপুর গ্রামের বাসিন্দা মাহাতাব নর্থ বেঙ্গল সুগার মিলের কৃষ্ণা খামারে একজন ওয়াচম্যান হিসেবে চাকরি করেন।

রমজানে দেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে রোজাদারদের মাঝে বিনামূল্যে মেসওয়াক বিলি করেন তিনি। গত দুই যুগ ধরে এভাবেই রোজদারদের সেবা দিয়ে আসছেন তিনি।

সেই ছোটবেলা থেকে রমজান মাসে বাড়ির পাশের বাজারে গিয়ে বসে থাকতেন। বিকাল হলেই সবাই তাকে মেসওয়াক (দাঁতন) নিয়ে আসতে হুকুম করতেন। সেই থেকে রোজাদারদের মেসওয়াক বিলি করেন মাহতাব।

মাহাতাব বলেন, সেহরি খাওয়ার পর থেকে সকালবেলা পর্যন্ত মেসওয়াক তৈরি করি। দুপুরের পরই মেসওয়াকের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ি। এ কাজে আমার স্ত্রী ও সন্তানরা সহযোগিতা করে।

মাহাতাব আরও বলেন, সারা বছর ছুটি  না কাটিয়ে রমজান মাস এলেই পুরো মাসের ছুটি নেই। শুরুর দিকে কর্তৃপক্ষ ছুটি দিতে না চাইলেও এখন আর কেউ বাধা দেয় না।

এমএম/

Comments