ইরাকে ইফতারের সময় বোমা হামলায় নিহত ৮, আহত ১৫

প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, মে ১০, ২০১৯

ডেস্ক: ইরাকে ইফতারের সময় আত্মঘাতী বোমা হামলায় আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন। হামলার কয়েক ঘণ্টা পরই এর দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।

বৃহস্পতিবার (৯ মে) দেশটির পূর্ব বাগদাদের জামিয়া বাজারে ইফতারের সময় বোমা হামলার ঘটনা ঘটে। খবর আল-আরাবিয়া-এর।

এ বিষয়ে স্থানীয় পুলিশ জানিয়েছে, এক ব্যক্তি বিস্ফোরক বেল্ট পরে জামিয়া বাজারের ভিড়ের ভেতরে ঢুকে পড়লে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

উল্লেখ্য, গত ২০১৭ সালে ইরাক আইএসমুক্ত হয়। কিন্তু এর পরও দেশটিতে বোমা হামলার ঘটনা ঘটছে।
এরই মধ্যে গত বছরের নভেম্বরে দেশটির শিয়া অধ্যুষিত এলাকায় বোমা বিস্ফোরণে ছয়জন নিহত হন।
এছাড়া জানুয়ারিতে বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত হন।

এমএম/

Comments