মধ্যরাতে চট্টগ্রামে পাহাড় ও দেয়াল ধসে নিহত ৪

প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০১৮

একুশ ডেস্ক: কয়েকদিনের টানা ভারী বর্ষণে চট্টগ্রাম নগরের আলাদা দুই জায়গায় পাহাড় ধস ও দেয়াল ধসে মা-মেয়েসহ চারজন নিহত হয়েছেন। শনিবার রাত ১টার দিকে নগরের পাঁচলাইশ থানার রহমান নগর এলাকায় দেয়াল ধসে  একজন নিহত হন। অপরদিকে রাত আড়াইটার দিকে নগরের ফিরোজশাহ কলোনির ১ নম্বর ঝিল এলাকায় পাহাড় ধসে তিনজন নিহত হন।

রোববার সকালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পক্ষ থেকে জানানো হয়, প্রবল বৃষ্টিতে পাহাড়ের পাদদেশে দুটি বাড়ি ধসে পড়ে। এতে নূর জাহান, তার মেয়ে নূর বানু এবং নূর জাহানের মা জহুরা খাতুন মারা যান।

এদিকে, নূর জাহান আর নূর বানুর মরদেহ উদ্ধার করা হলেও। জহুরা খাতুনের মরদেহ এখনও উদ্ধার করা হয়নি। অপরদিকে বায়েজিদ এলাকায় রহমান নগরে দেয়াল ধসে নিহত ব্যক্তির নাম নুরুল আলম নান্টু।

বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক জানান, ভারী বর্ষণে পাহাড়ের মাটি নরম হয়ে যায়। এতে বড় গাছ ভেঙে পাহাড়ের নিচে থাকা কয়েকটি কাঁচা-পাকা ঘরের ওপর পড়ে। এ সময় দেয়াল ধসে নুরুল আলম নান্টুসহ কয়েকজন আহত হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক নুরুল আলম নান্টুকে মৃত বলে ঘোষণা করেন।

বিআইজে/

Comments