ভারতকে হারিয়ে ইতিহাস গড়ার পথে হংকং নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:৩৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৮ ক্রীড়া প্রতিবেদক : এশিয়া কাপের অন্যতম ফেভারিট ভারতের দেওয়া ২৮৬ রানের লক্ষে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেছে হংকং। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা ১৮ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১০১ রান সংগ্রহ করেছে। নিজাকাত খান ৬৬ বলে ৬১ রান ও অংশুমান রাথ ৫০ বলে ৩৩ রানে অপরাজিত আছেন। এর আগে, এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৫ রানে থামে ভারত। দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন শেখর ধাওয়ান। একসময় মনে হচ্ছিল পাহাড়সম স্কোর গড়তে যাচ্ছে ভারত। কারণ ধাওয়ানের সেঞ্চুরিতে ভর করে ২ উইকেটেই ২৪০ রান করে ফেলেছিল দলটি। সেখান থেকে শেষ ৫৬ বলে তারা তুলতে পেরেছে মোটে ৪৫ রান, হাতে ৮টি উইকেট থাকার পরও। ওপেনার রোহিত শর্মা ২৩ রানে সাজঘরে ফিরলেও আম্বাতি রাইডু তিন নাম্বারে নেমে ৬০ রানের ইনিংস খেলেছেন। শেখর ধাওয়ান তো সেঞ্চুরিই করেছেন। তবে ১২০ বলে ১৫ বাউন্ডারি আর ২ ছক্কায় ১২৭ রানের ঝড়ো ইনিংস খেলে ধাওয়ান ফেরার পরই যেন মরক লেগে যায় ভারতের ইনিংসে। মহেন্দ্র সিং ধোনি রানের খাতাই খুলতে পারেননি। দিনেশ কার্তিক ফেরেন ৩৩ রানে। এরপর লোয়ার অর্ডারে ভুবনেশ্বর কুমার (৯), শার্দুল ঠাকুররা (০) দাঁড়াতে পারেননি হংকংয়ের বোলিংয়ের সামনে। কিনচিত শাহ নেন ৩ উইকেট। ২টি উইকেট শিকার এহসান খানের। আর একটি করে উইকেট পেয়েছেন এহসান নেওয়াজ আর আইজাজ খান। Comments SHARES খেলাধুলা বিষয়: ভারতকে হারিয়ে ইতিহাস গড়ার পথে হংকং