ড. কামাল ঐক্য ফ্রন্টের মাথা নয়, বিএনপি-জামায়াতের লেজ: ইনু নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৮ একুশ নিউজ: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সরকারবিরোধী ঐক্য নিয়ে সব ভাবভঙ্গি দেখার পর আবিষ্কার হল ড. কামাল হোসেন ঐক্য ফ্রন্টের মাথা নয়, বিএনপি-জামায়াতের লেজ। তিনি বলেছেন, এই মুহূর্তে যে ঐক্যটা হয়েছে সেটা ঐক্য নয়, বিএনপিকে ক্ষমতায় বসানোর ষড়যন্ত্র। আর বিএনপিকে ক্ষমতায় বসানোর মানে হচ্ছে রাজাকার-জঙ্গির কাছে দেশটাকে ইজারা দেয়া। আজ সকাল ১১টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া স্কুল মাঠে এক সুধী সমাবেশে যোগদানের আগে স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। /আরএ Comments SHARES রাজনীতি বিষয়: ড. কামাল ঐক্য ফ্রন্টের মাথা নয়বিএনপি-জামায়াতের লেজ: ইনু