টাঙ্গাইলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট নিহত

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৮

ডেস্ক: বিমান বাহিনীর প্রশিক্ষণের সময় টাঙ্গাইলের মধুপুরে একটি জেট ফাইটার বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার বেলা আড়াইটার দিকে মহড়ার সময় ঢাকা থেকে উড্ডয়নের পর বিকাল ৩টার আগে আগে রসুলপুরের টেলকি ফায়ারিং জোনে এফ-৭ বিজি উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ‘আইএসপিআরের’ পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আলমগীর জানিয়েছেন, বিধ্বস্ত বিমানের পাইলট উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু এ দুর্ঘটনায় নিহত হয়েছেন। বিমানে তিনি একাই ছিলেন।

অরণখোলা ইউনিয়নে বৃহস্পতিবার থেকে বিমান বাহিনীর সপ্তাহব্যাপী এই মহড়া শুরু হয়েছিলো। আজ বিকালে মহড়ার সময় একটি উড়োজাহাজ বনের মধ্যে বিধ্বস্ত হয় এবং আগুন ধরে যায়।

ঘটনাস্থলেই পাইলটের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই বিমান বাহিনী, মধুপুর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেন।

উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু বিমান বাহিনীতে কমিশন পান ১৯৯৭ সালে। তার বাড়ি ঈশ্বরদীতে। এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।

/আরএ

Comments