গাজীপুর ও খুলনা সিটিতে বিএনপির প্রার্থী চুড়ান্ত নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০১৮ একুশনিউজ২৪: গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।গাজীপুরে হাসানউদ্দিন সরকার ও খুলনায় নজরুল ইসলাম মঞ্জুকে মনোনয়ন দিয়েছে দেশের প্রধান এই বিরোধী দল। সোমবার রাতে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনীত দুই প্রার্থীর নাম ঘোষণা করেন। জানা যায়, রোববার দলের মনোনয়ন বোর্ডের সভায় আসন্ন দুই সিটি নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয় হয়। সভায় মনোনয়ন বোর্ডের সদস্য এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ১২ এপ্রিল রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়। মনোনয়ন যাচাই-বাছাই ১৫-১৬ এপ্রিল ও প্রত্যাহারের শেষ সময় ২৩ এপ্রিল। ভোটগ্রহণ হবে ১৫ মে। /আরএ Comments SHARES রাজনীতি বিষয়: গাজীপুর ও খুলনা সিটিতে বিএনপির প্রার্থী চুড়ান্তগাজীপুরে হাসানউদ্দিন সরকার ও খুলনায় নজরুল ইসলাম মঞ্জুকে