আজ ২রা মার্চ স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন দিবস

প্রকাশিত: ৫:১২ পূর্বাহ্ণ, মার্চ ২, ২০১৮
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় লাখ লাখ ছাত্র-জনতার সম্মুখে তৎকালীন ডাকসু ভিপি আ স ম আবদুর রব স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করে বাঙালির স্বাধীন আবাসভূমি অর্থাৎ বাংলাদেশ নামক নতুন রাষ্ট্রের অভ্যুদয় অনিবার্য করে তোলেন। পতাকা উত্তোলন করার সময় আ স ম আবদুর রব বলেছেন, আজ থেকে এটাই স্বাধীন বাংলাদেশের পতাকা” যা লাখো জনতা করতালি দিয়ে গ্রহণ করে। জাতীয় পতাকা হচ্ছে সার্বভৌমত্বের প্রতীক। ২ মার্চ পতাকা উত্তোলন ছিল উপনিবেশিক পাকিস্তান রাষ্ট্রের আনুষ্ঠানিক মৃত্যুপরোয়ানা। আ স ম আবদুর রব জাতীয় সমাজতািন্ত্রিক দল-জেএসডি সভাপতি। তাঁর জন্ম লক্ষ্মীপুরের রামগতি উপজেলায়।


২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘পতাকা উত্তোলন দিবস’ উদ্‌যাপন করা হবে। এ উপলক্ষে বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবন-সংলগ্ন ঐতিহাসিক বটতলা প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়েছে, অনুষ্ঠানের উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। এরপর দিবসটির তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ও সংগীত পরিবেশন করা হবে।
অন্যদিকে জেএসডির এ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস জাতীয় উদযাপন কমিটি আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন গণফোরাম সভাপতি, সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন। স্মৃতিচারন করবেন স্বাধীনতার পতাকা উত্তোলক, জেএসডি সভাপতি জনাব আ স ম আবদুর রব। আলোচনা করবেন কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সাধারন সম্পাদক কমরেড খালেকুজ্জামান, নাগরিক ঐক্যের আহবায়ক জনাব মাহমুদুর রহমান মান্না, বিকল্পধারা বাংলাদেশ এর মহাসচিব মেজর ( অব:) আবদুল মান্নান, জেএসডি সাধারন সম্পাদক জনাব আবদুল মালেক রতন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক কমরেড সাইফুল হকসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের নেতৃবৃন্দ
 এসআর

Comments