মির্জা ফখরুলের মায়ের ইন্তেকাল; ওবায়দুল কাদেরের শোক নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০১৮ স্টাফ রিপোর্টার: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ‘ফাতেমা আমিন’ আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিৎিসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সন্ধ্যায় গুলশান আজাদ মসজিদে বাদ মাগরিব মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আগামীকাল শুক্রবার (১৩ এপ্রিল) মরহুমের লাশ ঠাকুগাঁওয়ে নিজ গ্রামে নিয়ে জানাযা ও দাফন সম্পন্ন হবে বলে মির্জা ফখরুলের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়েছে। বিএনপি মহাসচিবের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এক শোক বার্তায় তিনি মরহুমার আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। /এমএম Comments SHARES রাজনীতি বিষয়: মির্জা ফখরুলের মায়ের ইন্তেকাল; ওবায়দুল কাদেরের শোক