ভোলায় ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতা আটক একুশ নিউজ ২৪ ডটকম একুশ নিউজ ২৪ ডটকম প্রকাশিত: 11:49 PM, September 15, 2019 ভোলা প্রতিনিধি: ভোলায় ১৩৩ পিছ ইয়াবাসহ মো. হানিফ(৩৮), মো. ইদ্রিস (৪০), ও মো. মাহাবুল আলম স্বপন (৩৬) নামের তিন ইয়াবা বিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার সকালে ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার গভীর রাতে ভোলা সদর থানাধীন কাচিয়া সমাদার ০২ নং ওয়ার্ডে মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় মো. হানিফ, মো. ইদ্রিস, মো. মাহাবুল আলম স্বপন নামের তিন ব্যক্তিকে আটক কর হয়। পরে তাদের দেহ তল্লাসী করে ১৩৩ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক মো.হানিফ কাচিয়া সমাদার ২নং ওয়ার্ডের মৃত মো. আবুল হোসেনের ছেলে, মো. ইদ্রিস গুপ্ত মুন্সি ৮নং ওয়ার্ডের মৃত আলী খাঁর ছেলে, মো. মাহাবুল আলম স্বপন গুপ্ত মুন্সি ৮নং ওয়ার্ডের মো. তোফাজ্জল মোল্লার ছেলে। এ/ Comments SHARES অপরাধ বিষয়: আটকভোলা