বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষ ঘরছাড়া হবে-তোফায়েল

প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ণ, মার্চ ১১, ২০১৮

জুবায়ের চৌধুরী পার্থ, ভোলা থেকে: বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি যদি ফের ক্ষমতায় আসে তাহলে দেশের সাধারন মানুষকে ঘরছাড়া করবে। তাই তিনি সবাইকে বিএনপির বিরুদ্ধে রূখে দাঁড়ানোর আহবান জানান।
আজ রোববার (১১মার্চ) ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নে নতুন সদস্য সংগ্রহ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরোও বলেন, খালেদা জিয়া যুদ্ধ অপরাধীদের সাথে ঐক্য করেছেন। স্বাধীনতা বিরোধীদের মন্ত্রী বানিয়ে তাদের গাড়িতে পতাকা তুলে দিয়েছেন। কিন্তু খালেদা জিয়া দূর্নীতির দায়ে আজ কারাগারে রয়েছেন। এ ব্যপারে সরকারের কিছু করার নেই।

তিনি আরোও বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশকে আন্তর্জাতিক বিশ্বে মর্যাদার আসনে দার করিয়েছেন। দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে চলেছেন।

উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন, ভেলুমিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবদুস সালাম মাষ্টার, ভোলা জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবদুল মমিন টুলু, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মঈনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোশারেফ হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক নজরুল ইসলাম গোলদারসহ সদর উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের অংগ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

Comments