ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৪:২২ পূর্বাহ্ণ, জুন ১, ২০১৮ স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন নিয়ে টালবাহানা করার অভিযোগে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার দেশের সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। বৃহস্পতিবার এ কর্মসূচি ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান। বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, এই অবৈধ স্বৈরাচারী সরকার আদালতকে নিজেদের ইচ্ছেমতো ব্যবহার করতে করতে এটাকে এখন তাদের অঙ্গসংগঠন বানিয়ে ফেলেছে। দেশের বিচারব্যবস্থা এখন অবৈধ সরকারের মর্জিমাফিক চলা একটি প্রহসন ছাড়া কিছুই নয়। শীর্ষ সন্ত্রাসী এই দেশে ক্ষমা পায় অথচ তিনবারের প্রধানমন্ত্রী মিথ্যা মামলায় জেলে থাকলেও তাকে জামিন দেয়া হয় না। তারা বলেন, এই অনাচার আর বেশি দিন চলতে দেয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়ে এর সমুচিত জবাব দেয়া হবে। #এএইচ/একুশ নিউজ Comments SHARES রাজনীতি বিষয়: