১৯ বছরের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন রিয়াদ-ইমরুল নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৮ স্পোর্টস: আফগানিস্তানের বিপক্ষে লড়াই করার মতো যে পুজি গতকাল বাংলাদেশ দল পেয়েছে তা কেবল মাহমুদ উল্লাহ রিয়াদ ও ইমরুল কায়েসের ষষ্ঠ উইকেট জুটিতে ১২৮ জুটির ওপর ভর করে। আর এই ১২৮ রানের জুটি এনে দিয়েছে নতুন রেকর্ড। বাংলাদেশের ক্রিকেটে ইতিহাসে ষষ্ঠ উইকেট জুটিতে ১৯ বছর আগের রেকর্ড ভেঙে ১২৮ রান এখন সর্বোচ্চ রানের জুটি। এর আগের আগের রেকর্ড ছিল ১৯৯৯ সালের। সেদিন ওয়েস্ট ইন্ডিজের ২৯৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯৬ রানে ৫ উইকেট হারানোর পর আল শাহরিয়ার ও খালেদ মাসুদের ষষ্ঠ উইকেটে ১২৩ রানের জুটি দলকে জেতাতে না পারলেও ষষ্ঠ উইকেটে সেটিই ছিল এতদিন বাংলাদেশের সর্বোচ্চ রান। /এমএম Comments SHARES খেলাধুলা বিষয়: ১৯ বছরের রেকর্ড ভেঙে নতুন রেকড গড়লেন রিয়াদ-ইমরুল